Wednesday, April 15, 2020

শিব কে ? শিবের পরিচয় কি ? Who is Shiva? What is the identity of Shiva?

শিব কে ? 
শিবের পরিচয় কি ?
পরমেশ্বর শিবকে প্রনাম জানিয়ে শুরু করছি আজকের আলোচিত বিষয় । প্রথমে জানবো শিব শব্দের অর্থ , শিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে  কল্যাণকারী  বা  মঙ্গল।  ভগবান শিবের পাঁচটি মুখ রয়েছে , এই পাঁচ মুখ দিয়ে তিনি জগতের মঙ্গল করে থাকেন , তাই তিনি কল্যাণকারী বা শিব নামে পরিচিত । 

 পাঁচ মুখ যথাক্রমে বামদেব , কালাগ্নি , দক্ষিনেশ্বর , ঈশান এবং কল্যাণ সুন্দরম্ । আবার কোথাও একে ঈশান , তৎপুরুষ , অঘোর , বামদেব এবং সদ্যোজাত নামেও উল্লেখিত হয়েছে । শিবের দ্বিতীয় অর্থ হচ্ছে  চিত্তিশক্তি  যা সকল প্রকার বন্ধন থেকে মুক্ত । শিবের তৃতীয় অর্থ  সদাশিব  । 

 ব্রহ্মের সাকার এবং সগুণ রুপকে বলা হয় সদাশিব । তিনি আনুমানিক সাত হাজার বছর পূর্বে অবতরিত হয়েছেন । পরব্রহ্মের নানা শক্তির নানা অভিব্যাক্তিকে বলা হয়েছে দেবতা কিন্তু শিব এইসব দেবতাদেরও দেবতা । তাই তার এক নাম  মহাদেব । যাকে পরব্রহ্ম বলা হয়েছে যিনি নিরাকার এবং নির্গুণ তিনিই ' শিব ' নামে বিখ্যাত । যা সৃষ্টির মূলতত্ত্ব তাই শিবতত্ত্ব । বিভিন্ন শাস্ত্রে একমাত্র শিবকেই ' ঈশ্বর ' রূপে মানা হয়েছে । ভগবান শিবই এই সম্পূর্ণ সৃষ্টির অনাদি দেব । যার মহিমা বেদ , পুরাণ , দর্শন , যোগ , তন্ত্র ইত্যাদি সাহিত্যে সর্বত্র বর্ণিত হয়েছে । 

 ভারতের জন মানস যতটুকু বৈষ্ণব ধর্মে প্রভাবিত তার থেকে অনেক বেশি প্রভাবিত শৈবধর্মে । ভগবান শিব যোগী , ভক্ত , তান্ত্রিক , বেদান্তি , কর্মকাণ্ডী , উপাসক এবং দার্শনিক সকলের কাছে পূজনীয় । তিনিই জ্ঞান , কর্ম এবং ভক্তির আদি দেবতা । তিনিই পরমপুরুষ পরমব্রহ্ম । শিব এবং শক্তি মিলেই ব্রহ্ম তাই শিবকে ' অর্দ্ধনারীশ্বর ' বলা হয় । 

 তার দক্ষিণ অঙ্গ শিব স্বরূপ এবং বাম অঙ্গ শক্তিরূপ । মহাভারতে শ্রীকৃষ্ণ পরমেশ্বর শিবের স্তুতি করেছেন । মহাভারতের অনুশাসন পর্বে ( 15/11 ) লিখিত হয়েছে --- শিবের সমান দেব নেই , শিবের সমান গতি নেই , শিবের সমান দাতা নেই , শিবের সমান বীর নেই । বন্ধুরা শিব কে ? শিবের পরিচয় কি ? এর যথার্থ বর্ণনার শেষ নেই , এর আদি অন্ত নেই । 
সবাইকে নমস্কার , 
ওঁ নমঃ শিবায়
--------------------------------------------------------------
Who is Shiva?
What is the identity of Shiva?
I am starting to declare Parameswara Shiva as the subject of discussion today. First of all we will know the meaning of Shiva, the literal meaning of Shiva is welfare or good. There are five faces of Lord Shiva, with these five faces he brings goodness to the world, hence he is known as Kalyani or Shiva.

 The five faces are Bamdev, Kalagani, Dakshineswar, Ishaan and Kalyan Sundaram respectively. On the other hand, it is also referred to as Ishan, Tattupuras, Aghor, Bamdev and Swayajata. The second meaning of Shiva is the mind power which is free from all kinds of bondage. The third meaning of Shiva is Sadashiv.

 The sakara and the virtuous form of Brahman are called sadashiva. He was estimated to have arrived about seven thousand years ago. Various expressions of the various powers of Parabrahm have been called gods but Shiva is also the god of these gods. So his name is Mahadev. The one who is called Parbrahm, who is formless and unmanageable, is the one who is known as Shiva. What is the origin of creation is Sivatva. In the various scriptures, only Shiva is considered as 'God'. Lord Shiva will give eternality to this whole creation. The glory of which is mentioned in the Vedas, Puranas, Darshans, Yoga, Tantras, etc., everywhere.

 The people of India are much more influenced by childhood than those affected by Vaishnavism. Lord Shiva is worshiped by Yogi, devotees, Tantrik, Vedanta, karmic workers, worshipers and philosophers. He is the original god of knowledge, action and devotion. He is the Supreme Being. Shiva and Shakti are Brahma so Shiva is called 'Ardhanarishwar'.

 His southern limb is in the form of Shiva and the left limb is in the form of strength. In the Mahabharata, Sri Krishna praised Parameswara Shiva. In the discipline period of Mahabharata (15/11) it is written - There is no god like Shiva, there is no equal speed of Shiva, there is no equal donor to Shiva, there is no hero equal to Shiva. Friends Shiva Who? What is the identity of Shiva? There is no end to its true description, it has no end.
Hello everyone,
Ohm namo: Shiva

No comments: