গুরুচাঁদ চরিত পর্ব :- 94 যাদবের রাগাত্মিকা ভক্তি ও প্রভুর লোহারগাতী গমন

শ্রীযাদব মহাভাগ প্রাণে গাঢ় অনুরাগ মনে ভাবে বৃথা মোর জীবন ধারণ। বাঞ্ছাপূর্ণ নাহি হ’ল প্রভু গৃহে নাহি গেল কোন পাপে এ ঘটিল বুঝিনা কারণ।। বিচরণ পাগলেরে ডেকে নিয়ে একান্তরে তার দু’টী করে ধরে আঁখি জলে ভাসি। পরাণে দারুণ ব্যথা, যাদব না বুঝিল তা মনে প্রাণে তাই ব্যথা হ’ল আর বেশী।। বলে শোন বিচরণ জানিস ত মোর মন কিবা ছাই ধন জন সব বৃথা মানি। প্রভু যদি নাহি গেল আমার মরণ ভাল মিছা সবে কেন বল কর টানাটানি।। জনমের মত তাই সকলে ছাড়রে ভাই দেশ ছেড়ে চলে যাই অচেনা বিদেশে। গুরু মোরে হ’ল বাম পূর্ণ নহে মনস্কাম বেঁচে কেন রহিলাম বল কা’র আশে? এক কথা বলি শোন পাগলা রে বিচরণ জানি তোরে গুরুধন করে বহু দয়া। তুই যদি জোর করে মোরে ঘরে নিস তাঁরে বুঝিব আমার পরে আছে তোর মায়া।।’’ এত বলি মহামতি চলি গেল শীঘ্রগতি মনে মনে ইতি উতি কত চিন্তা করে। যাদব মল্লিক যিনি নীরবে বসিয়া তিনি করে করে কর টানি যাদবেরে ধরে।। কল কল তরী চলে আসিয়া প্রকান্ড বিলে যাদব ডাকিয়া বলে যাদবের প্রতি। ‘‘বল মূঢ় বলে মোরে বিড়ালের পদ ধরে কেবা পায় কোথাকারে পরম রতন? তালতল...