গুরুচাঁদ চরিত পর্ব :- 66 ১৯১৪ খ্রষ্টাব্দ ও মহাসমর

ইউরোপ মহাদেশে আছে বহু জাতি। জার্ম্মাণ তাহার মধ্যে দুর্দ্দান্ত যে অতি।। পূর্ব্বেতে জার্ম্মাণ দেশে বহু রাজ্য ছিল। প্রুশিয়া তাহার মধ্যে শ্রেষ্ঠত্ব লভিল।। এই রাজ্যে বিসমার্ক নামে একজন। শুভক্ষণে করিলেন জনম গ্রহণ।। তাঁহার চেষ্টার বলে ক্ষুদ্র রাজ্য যত। বৃহত্তর জার্ম্মাণীতে হ’ল পরিচয়। ‘জার্ম্মাণ সাম্রাজ্য’ বলি হ’ল পরিচয়। প্রুশিয়া রাজ্যের রাজা “কাইজার” হয়।। “কাইজার” কল্পনা করে পৃথিবী বিজয়। তলে তলে যুদ্ধ-অস্ত্র গোপনে সাজায়।। সলা পরামর্শ তেঁহ করে বিধিমতে। কোন মতে নাহি পারে যুদ্ধকে বাধাতে।। মনে মনে তার অঅর পূর্ব্ব দুঃখ ছিল। ফরাসী জাতির হাতে জার্ম্মাণী হারিল।। “আলসেস লোরেণ” নামে দুইটি প্রদেশ। ফরাসীরা করে নিল তাহাদের দেশ। অন্য বহু দুঃখ মনে জার্ম্মাণীর ছিল। “পৃথিবীর রাজা” হবে বাসনা করিল।। সেই লোভে ক্রমে ক্রমে যুদ্ধ সজ্জা করে। কেমনে বাধাবে যুদ্ধ ভাবিছে অন্তরে।। হেনকালে অষ্ট্রিয়ার যুবরাজ যিনি। সারভিয়া রাজ্য মধ্যে চলিলেন তিনি।। দৈবের নির্ব্বান্ধ যাহা তাহাই ঘটিল। যুবরাজ সেই রাজ্যে নিহত হই...