Posts

লক ডাউনের আজ ১২০ দিন পড়লো। বাংলায় আক্রান্তের সংখ্যা আজ ২ কোটি ছাড়িয়েছে। সারা ভারতে ৪১ কোটি। মৃত প্রায় ১.৫ কোটি।

Image
পড়ে দেখার অনুরোধ রইলো দারুন লেখা....😢😢😢😢😢 ২৫/০৭/২০২০ সকাল  ১০ টা লক  ডাউনের আজ ১২০ দিন পড়লো। বাংলায় আক্রান্তের সংখ্যা আজ ২ কোটি ছাড়িয়েছে। সারা ভারতে ৪১ কোটি। মৃত  প্রায় ১.৫ কোটি।  ভ্যাপসানি গরমে একটু ঠান্ডা বাতাস পাওয়ার জন্য তপ্ত দুপুরে জানলার ধারে বসে আছি। সারা দিনে এখন ওই ঘন্টা তিনেক বিদ্যুৎ পাওয়া যায়। শুনেছি পাওয়ার স্টেশন গুলোতে কাজ করতে যাবার লোক নেই। অল্প একটু টিভিতে নিউজ দেখতে পাই । নিউজ বলতে শুধু আক্রান্ত আর মৃতের সংখ্যাটা দেখায়।খবর পড়ে শোনানোর এখন কেউ নেই।  আমাদের পাড়াটা আজ থেকে দেড় মাস আগেও কেমন গমগম করত আর এখন, মানুষের গলার আওয়াজ পাওয়া যায় না। অদ্ভুত এক নিস্তব্ধতা!! আছেই বা কে পাড়াতে । শশ্মান এ নিয়ে যাবারও কেউ নেই পাড়াতে। অধিকাংশই তো বাড়ির উঠনেই, গর্ত খুঁড়ে !   এই কদিন খাবার পাওয়াটাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।কদিন আগেও একটা গাড়ি এসে পাড়ায় যে কজন বেঁচে আছে তাদেরকে ভাত আর ডাল দিয়ে যেত এই দুদিন তারাও আর আসে না। হয়তো তারাও !!! কোনরকমে শুধু সেদ্ধ ভাত খেয়ে বেঁচে আছি, কিন্তু কদিন ?? মুদির দোকানও সব বন্ধ। গোনাগুন্তি যে কজন সুস্থ আছে, ভয়ে তার...

একটা মিথ্যা সাজানো গল্প সত্যি হয়ে গেল। সারাদেশে হৈ হৈ পড়ে গেল ট্রাম্প মোদীকে হুমকি দিয়েছে।

Image
গত দুদিন ধরে একটা খবরে ছেয়ে গেছে দেশের সমস্ত মিডিয়া। খবরটা বেশ মুখরোচক, যদি ভারত আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন না দেয় তাহলে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমেরিকা এই রকমই হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে একটা দু'ঘণ্টা লম্বা ভিডিওর থেকে কয়েক সেকেন্ডের ক্লিপ দেখানো হচ্ছে তাতে ট্রাম্পবাবু বলছেন "রেটালিয়েশন তো হতেই পারে, কেন হবেনা"। ব্যাস আর কি চাই? খবরের সাথে সাথে তার সত্যতা যাচাই করার জন্য ভিডিও ক্লিপিংও রয়েছে। সারাদেশের মিডিয়া, দেশের মোদিবিরোধী জনতা, এমনকি বিজেপি এবং মোদির সাপোর্টাররাও ট্রাম্পের বিরুদ্ধে রে রে করে উঠলেন এই বিষয়ে। কেউ এই খবরটা এই ভিডিওটার আসল গল্প খুঁজে বার করার চেষ্টাও করলেন না। বিজেপির আইটি সেল ইদানিং রভিশ কুমারের দয়ায় খুব নাম করেছে। কিন্তু তাদের মধ্যেও কাউকে দেখলাম না এত বড় একটা মিথ্যা প্রচার এর বিরোধীতা করতে। সকাল থেকে যাদের যাদেরকে আমি এই বিষয়ে বলতে গেছি তারাই দেখেছি এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত নিয়ে তেড়ে এসেছেন। "ট্রাম্প বলেছে তো, ভিডিও আছে। তুমি দেখনি ? দাড়াও তোমায় পাঠাচ্ছি।" ঘটনাটা ভারতের সবথেকে...

Sincere congratulations🌹আন্তরিক অভিনন্দন 🌹ईमानदारी से बधाई

Image
🌹আন্তরিক অভিনন্দন 🌹 গতকাল থেকে দেশের ব্যবসায়ীরা তাদের লাভ লোকসান ছেড়ে দেশ ও সেনাবাহিনীর পাশে এসে দাঁড়িয়েছে, গতকাল নয়ডা ব্যবসায়ীরা ১৫০ কোটি টাকার চাইনিজ দ্রব্য-এর অর্ডার বাতিল করেছে কি সন্ধ্যে পর্যন্ত শুধুমাত্র এনসিআর থেকে প্রায় ১৫০০ কোটি টাকা, এবং চীনের এই স্ক্যান্ডালে এর জন্য পুরো দেশ থেকে প্রায় ২ লক্ষ বিলিয়ন ডলার বাতিল করার নির্ণয় ছিল । তাই আজ চীন সরকার সিনহুয়া এক প্রেস কনফারেন্স-এ দিল্লির রাষ্ট্রপতির কাছে "পুনর্বহাল করার" মতো শব্দের প্রয়োগ করেছে, মাত্র ২ কোটি ডলারে যদি এই অবস্থা হয় তবে যদি ৬২ আরব ডলার বন্ধ হয়ে যায় তখন কি হবে? কোনো সরকারি সাহায্য ছাড়াই, এনএসজি এবং মাসুদ আজহারকে সাপোর্ট করা এই চীন কে আমাদের দেশের ব্যবসায়ীরা যেভাবে নাজেহাল করেছে এখন যদি আমরা চীনের দ্রব্য কেনা বন্ধ করে দিই তবে আমাদের দেশের ব্যবসায়ীদের চীনের দ্রব্য বেচতেই হবে না, বা তাঁরা বেচবেনও  না। তারপর ও যে সমস্ত ব্যবসায়ী চীনের দ্রব্য বিক্রি বন্ধ করেছে তাঁরা সত্যি সম্মানের যোগ্য। দেশ হীতের জন্য দেশের জনগণ যদি একজোট হয় তো তার ফলাফল সামনে আসে যা পুরো বিশ্বে জনগণের শক্তি বুঝতে পারে আর তখনি এক সম...

রাম নবমী কি ?

Image
যুদ্ধে একে একে মারা পড়েছেন লঙ্কার সব বড়ো বড় বীর। রাবণ তখন একা কুম্ভের মতো রক্ষা করছেন লঙ্কাপুরী। তিনিও শ্রান্ত, বিধ্বস্ত। এমনকি একবার তো হনুমানের হাতে প্রচুর মার খেয়ে অজ্ঞানই হয়ে গেলেন। বেগতিক বুঝে রাবণ অম্বিকার স্তব করলেন:- - - আর কেহ নাহি মোর ভরসা সংসারে। শঙ্কর ত্যজিল তেঁই ডাকি মা তোমারে।। রাবণে কাতর স্তবে হৈমবতীর হৃদয় টলল। তিনি কালী রূপে রাবণকে কোলে তুলে নিয়ে তাঁকে দিলেন অভয়। এই খবর রামের কানে যেতেই তিনি গুণলেন প্রমাদ। দেবতাদের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হল। ইন্দ্র ব্রহ্মার কাছে গিয়ে কাকুতি-মিনতি করে একটা কিছু করার অনুরোধ জানালেন।  ব্রহ্মা এসে রামকে পরামর্শ দিলেন, “দুর্গাপূজা করো। আর কোনো উপায় নেই ।।” রাম বললেন, “তা কেমন করে হয়? দুর্গাপূজার প্রশস্ত সময় বসন্তকাল। শরৎকাল তো অকাল। তাছাড়া বিধান রয়েছে, অকালবোধনে নিদ্রা ভাঙাতে হবে কৃষ্ণানবমীতে। সুরথ রাজা প্রতিপদে পূজারম্ভ করেছিলেন। কিন্তু সেকাল তো আর নেই। পূজা করি কিভাবে?” ব্রহ্মা বললেন, “আমি ব্রহ্মা, বিধান দিচ্ছি, শুক্লাষষ্ঠীতে বোধন করো।” শুনে রাম মহাখুশি হলেন।। চণ্ডীপাঠ করি রাম করিল উৎসব। গীত নাট করে জয় দেয় ...

সংখ্যায় কম সেখানে তোমার ভাই সাজে। যেখানে বেশী, সেখানে তুমি ভাবতেই পারবে না, কেমন করে বদলে যায়। যেখানে কম, সেখানে নরম। যেখানে বেশী, সেখানে রোজ হিন্দু মরে। ও তোমার সাহায্য নিয়ে রোজগার করে, তারপর তোমারই বিনাশ করে।

Image
আমারও মুসলিম বন্ধু আছে। আমার সঙ্গে একই ক্লাসে পড়ত। আজ অফিসেও আমার সঙ্গে মুসলিম কলিগ চাকরি করে। আমি যেখানে জিনিসপত্র কিনি, ওখানে মুসলিমরাও কেনে। যেখানে থাকি, পাশের গ্রামেই মুসলিম থাকে। ও বলে, রাস্তায় জুম্মার নামাজ পড়বে--। আমি বলি, ঠিক আছে। সংবিধান সবাইকে ধার্মিক আজাদী দিয়েছে। ও বলে, আমরা মাংস খাবোই, সে ছাগলের হোক বা গাইয়ের ---। ---- ঠিক আছে, সংবিধান সবাইকে সব কিছু খাওয়ার অধিকার দিয়েছে। যখন আমি বলি, দেশে "কমন সিভিল কোড" হওয়া উচিত। ও বলে না, এটা ইসলামের খিলাফ! ----- বহুপত্নী প্রথা বন্ধ হওয়া উচিত। ও বলে না, এটা ইসলামের খিলাফ! ------ জনবিস্ফোরণ থেকে দেশকে বাঁচাতে এখনই "জনসংখ্যা নিয়ন্ত্রণ" আইন দরকার। ও বাধা দেয়, বলে এটা ইসলামের খিলাফ! ------ তালাক শুধু কোর্টে হওয়া উচিত। ও বলে, এটা হলে কোরানের অপমান হবে! ------বাংলাদেশী মুসলিম ও রোহীঙ্গাদের ফিরত পাঠানো দরকার। ও তীব্র আপত্তি জানায় --- "না, কোনমতেই না, ওরা আমাদের ভাই"! ----- "রাম মন্দির হওয়া উচিত"। ও বলে, অন্য কোথাও বানাও, কিন্তু অযোধ্যায় নয়। ওখানে কেবলমাত্র "বাবরি মসজিদ হ...

ভারতবর্ষে থাকার কোনো যোগ্যতা বা অধিকার এদের নেই....আপনারা ভাবুন.. জয় হিন্দ জয় ভারত They have no qualms or rights to stay in India .... You think .. Joy Hind Joy India

Image
🙏 Friends, For a month, the country suffers from colonization .. The special mindsets of India who are desperate at various times to improve India ... Those who are eager to prove the Prime Minister's right action wrong  People who claim to be true Indian from birth ..... Where did they disappear during this sad time in India? 2 Are they so helpless that some poor people have lost the ability to put food in their mouths? 2 Friends will no longer trust these selfish, inferior, savage, inferior political or industrial personalities ......  In fact, they are not responsible to society in any way, only for the sake of their political interests or their religious sentiments.  They have no qualms or rights to stay in India .... You think .. Joy Hind Joy India ------------------------------------------------------  🙏दोस्तो, एक महीने के लिए, देश उपनिवेश से ग्रस्त है .. भारत के विशेष मानसिकता जो भारत को बेहतर बनाने के लिए कई बार हताश हैं ... जो लोग प्रधान मंत्री...

***করোনা বনাম মানত***অরুণ বিশ্বাস

Image
***করোনা বনাম মানত*** অরুণ  বিশ্বাস মানতে কভু পারেনা মন, তাইতো করি মানোত, মনের শক্তি আগল টেনে,বাঁধ মানে কভু স্রোত । পারলে বাঁচতে পূজা দিবো, মানোত করে মনে, দূর্বল মনে সুপ্ত বাসনা, ভাইরাসে নাহি মা‌নে । ভাইরাসে কভু শোনে কথা, আছে কী তার কান ? মানত করে অজ্ঞান মনে, ঠেকেনা তবু মরন । গোটা বিশ্বে ছোবল মারছে, করোনা মহামারি, মানত করলে যায় কী কাটা, সবজি তরকারী ? অনলে হাত অর্পন করলে পুড়বে খাঁটি সত্য, গরল পানে জীবন হানী, কেহ বলেনা অমৃত । মনের অদম্য শক্তিতে, নিশি হবেনা দিবস,     দেখা যায়না চাঁদ অমানিশা, মন হলে বিবশ । মনের শক্তি এতই প্রবল,পারিনা বায়ু ছুঁতে, থেমেছে ঝড় কখনো, হরি নাম জপ করাতে । বজ্রপাত বন্ধ হয় কভু কী, হরিধ্বনি দিলে, মন একটু শান্তি পায়, বিপদ আশঙ্কা কালে । মানত করে পূজা সারে, পুরুতের হয় বাহার, ঘরের অর্থ পুরুতে নেয়,বলি-হারি মন চোর ।  দিবাকরে জগত আলো, বাতাসে বাঁচায় প্রাণ, আমরা মানুষ অবুঝ কেনো ? নিজেই হতমান ! তারিখ ৩০।৩।২০২০