Posts

II একটা জরুরী আবেদন ll নিজেরা সচেতন হই, ও অন্যদের সচেতন করি ।আতঙ্কে নয়, সতর্ক থাকি ।

Image
নিজেরা সচেতন হই, ও অন্যদের সচেতন করি । আতঙ্কে নয়, সতর্ক থাকি । II একটা জরুরী আবেদন ll আমাদের দেশ এখন কোভিড 19 এর স্টেজ 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে - মানে এখনও ভাইরাস রোগীর থেকে তার close contacts এর মধ্যেই ছড়াচ্ছে l এরপরই স্টেজ 3 শুরু হবে যখন ভাইরাস কমিউনিটিতে ছড়াতে শুরু করবে এবং সেটা হবে অবিশ্বাস্য দ্রুতগতিতে (কারণ, রোগটা মারাত্মক রকম ছোঁয়াচে)l ঠিক এমনটাই হয়েছে  ইতালিতে, ইরানে l দুই হপ্তার মধ্যে কনফার্ম রোগীর সংখ্যা দেড়শো থেকে প্রায় দশ হাজার হয়ে গেছে l এই স্টেজ 2 তেই আটকে না রাখতে পারলে, আগামী এক মাসের মধ্যেই আমাদের দেশেও রোগীর সংখ্যা 107 থেকে লক্ষাধিক হয়ে যাবে l তখন সত্যিই পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে l করোনা ভাইরাস মানুষ মারে কম, কিন্তু এতো বেশী সংখ্যার রোগী সৃষ্টি করবে যে তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো পরিকাঠামো রাতারাতি তৈরী করা অসম্ভব l  আমাদের দেশের কোভিডের স্টেজ 2 থেকে 3 তে যাওয়া আটকাতে শুধু সরকার বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী যথেষ্ট নয় - এটা পারি আমরাই, মানে আমি, আপনার মতো সাধারণ মানুষ l আমরা প্রত্যেকে এক একজন সম্ভব্য রোগ ছড়ানো ক্যরিয়ার - একজন কয়েকশো জনের মধ্যে, কয়েকশো কয়েক হ...

the Corona virus cannot survive at temperatures 21-25 degrees Celsius. Such as

Image
1. The copper pot of China's Wuhan was below and near 15 degrees. 2. In Iran closer to 10 degrees. 3. South Korea is also far below 10 degrees. 4. Under 15 degrees in Italy. That is, Corona did not have much of an effect in terms of temperatures above 15 degrees Celsius. -How much temperature safe? So far, almost all researchers and experts agree that the Corona virus cannot survive at temperatures 21-25 degrees Celsius. Such as; 1. Hong Kong University researcher. Professor John Nichols says the corona cannot survive in sunlight, temperature and humidity. Sunlight destroys the virus in half its capacity. The remaining half lasts 2 to 20 minutes. 2. Thomas Pichmann, a researcher at the German Center for Experimental and Clinical Infection Resource Center, says the virus cannot survive in the heat of the sun. 3. According to a research published in the German Journal of Hospital Infection, the virus can survive 5 days at a temperature of 21 degrees Celsius. Maximum 25 DC...

তাপমাত্র ২১-২৫ ডিগ্রি সেলসিয়াসে করোনা ভাইরাস টিকতে পারে না

Image
১.চীনের উহানের তামপাত্রা ছিল ১৫ ডিগ্রির নিচে ও কাছাকাছি। ২. ইরানে ১০ ডিগ্রির কাছাকাছি। ৩. দক্ষিণ কোরিয়ায়ও ১০ ডিগ্রির অনেক নিচে। ৪. ইতালিতে ১৫ ডিগ্রির নিচে। অর্থাৎ মোটামুটি ১৫ ডিগ্রির উপরে তাপমাত্রা আছে এমন ক্ষেত্রে করোনা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। -কত তাপমাত্রা নিরাপদ? এ পর্যন্ত প্রায় সব গবেষণা ও বিশেষজ্ঞরা মোটামুটি একমত যে, তাপমাত্র ২১-২৫ ডিগ্রি সেলসিয়াসে করোনা ভাইরাস টিকতে পারে না। যেমন; ১. হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. প্রফেসর জন নিকোলস বলেছেন, সূর্যের আলো, তাপমাত্রা এবং আর্দ্রতায় করোনা টিকতে পারে না। সূর্যের আলো ভাইরাস অর্ধেক ক্ষমতা শেষ করে দেয়। বাকি অর্ধেক ২ থেকে ২০ মিনিট টিকে থাকে। ২. জার্মান সেন্টার ফর এক্সপেরিমেন্টাল এন্ড ক্লিনিক্যাল ইনফেকশন রিসার্স সেন্টারের গবেষক থমাস পিচম্যান বলেছেন, সূর্যের তাপে ভাইরাসটি টিকতে পারে না। ৩. জার্মানির জার্নাল অব হসপিটাল ইনফেকশনের প্রকাশিত রিসার্সে বলা হয়েছে, ভাইরাসটি ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ দিন বাঁচতে পারে। সর্বোচ্চ ২৫ ডি.সে. এ কয়েক দিনের বেশি বাঁচে না। চলতি মাসের পশ্চিমবঙ্গের গড় তাপমাত্র; 21 ডিগ্রি সেলসিয়...

গাজওয়া এ হিন্দGazwa e hind

Image
Ghazwa- e - hind --------------------------------------------------- ভারত দখল করার জন্য গজব Ghazwa - e- hind শুরু হয়ে গেছে । এই খবরটা কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে শুরু করে মিসরের মুসলিমরাও জানে কিন্তু ভারতের জনগণেরা , জানে না ,কারণ মুসলিমদের সম্পর্কে, মুসলিমদের কোরান সম্পর্কে ভারতের,, বিশেষভাবে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিছুই জানেনা । পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের ভেতরে কবে কবে, কোথায় কোথায়, কিভাবে কিভাবে কোন কোন এলাকায় ,হিন্দুদের বাড়িঘর পুড়াতে হবে ,কবে কোথায় গিয়ে কোন মন্দিরের সামনে গরুর মাথা রাখতে হবে ,কবে কোথায় কোন হিন্দু মহিলাকে ধর্ষণ করতে হবে,সব সব কিছুই প্ল্যান অনুযায়ীই হচ্ছে। বাংলাদেশেরহাসিনা পাকিস্তানের ইমরান থেকে শুরু করে সমস্ত মুসলিমরাই এই খবরটা জানে। হিন্দুদেরকে হাতে রেখেই ওরা কাজটা করবে। ওদের ইসলামিক সংঘটনটা এতটাই ধর্ম ভিত্তিক যে , ওরা ওদের এই Ghazwa-e - hind সম্পর্কে কক্ষনো কোনো হিন্দুকে কিচ্ছু বলবে না;; উল্টে হিন্দুদের সাথে ভালো ব্যবহার করবে, হাতে রাখবে। Ghazwa - e- hind জিনিসটা কি আগে সেইটা জানতে হবে.. Ghazwa - e - hind হলো ভারত দখল করার জন্য একটা জেহাদি আন্দ...

Ghazwa- e - hind

Image
Ghazwa - e-hind - has begun to occupy India. This news is also known to the Muslims of India and Pakistan from Egypt to India but the people of India do not know, because the Hindus of India, especially West Bengal, know nothing about the Muslims, the Quran of the Muslims. When in West Bengal and Bangladesh, when, where, how to burn houses of Hindus, when to go to a temple, where to place a cow's head, when to rape a Hindu woman, everything is going according to plan. All Muslims know this news, starting from Pakistan's Imran in Bangladesh. They will do this by keeping the Hindus in their hands. Their Islamic organization is so religious that they will never tell any Hindu about their Ghazwa-e-hind; On the contrary, the Hindus will be well treated and kept in their hands. Ghazwa-e-hind thing to know before that .. Ghazwa-e-hind is a jihadist movement to occupy India. But after the Muslims die, they will not burn in the fire of the dungeon. The last wish of the Proph...

করোনা ভাইরাস নিয়ে কিছু সর্তকতা

Image
১.চীনের উহানের তামপাত্রা ছিল ১৫ ডিগ্রির নিচে ও কাছাকাছি। ২. ইরানে ১০ ডিগ্রির কাছাকাছি। ৩. দক্ষিণ কোরিয়ায়ও ১০ ডিগ্রির অনেক নিচে। ৪. ইতালিতে ১৫ ডিগ্রির নিচে। অর্থাৎ মোটামুটি ১৫ ডিগ্রির উপরে তাপমাত্রা আছে এমন ক্ষেত্রে করোনা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। -কত তাপমাত্রা নিরাপদ? এ পর্যন্ত প্রায় সব গবেষণা ও বিশেষজ্ঞরা মোটামুটি একমত যে, তাপমাত্র ২১-২৫ ডিগ্রি সেলসিয়াসে করোনা ভাইরাস টিকতে পারে না। যেমন; ১. হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. প্রফেসর জন নিকোলস বলেছেন, সূর্যের আলো, তাপমাত্রা এবং আর্দ্রতায় করোনা টিকতে পারে না। সূর্যের আলো ভাইরাস অর্ধেক ক্ষমতা শেষ করে দেয়। বাকি অর্ধেক ২ থেকে ২০ মিনিট টিকে থাকে। ২. জার্মান সেন্টার ফর এক্সপেরিমেন্টাল এন্ড ক্লিনিক্যাল ইনফেকশন রিসার্স সেন্টারের গবেষক থমাস পিচম্যান বলেছেন, সূর্যের তাপে ভাইরাসটি টিকতে পারে না। ৩. জার্মানির জার্নাল অব হসপিটাল ইনফেকশনের প্রকাশিত রিসার্সে বলা হয়েছে, ভাইরাসটি ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ দিন বাঁচতে পারে। সর্বোচ্চ ২৫ ডি.সে. এ কয়েক দিনের বেশি বাঁচে না। চলতি মাসের পশ্চিমবঙ্গের গড় তাপমাত্র; 21 ডিগ্রি সেলসিয়াস। আক্রান্ত...

How do people perform good and evil deeds? What is his controller?

Image
How do people perform good and evil deeds? What is his controller? With the exception of some exceptions, it can be said that the control of human actions is thought. These thoughts are again governed by the past reforms and conspiracy of the people. However, another source of thought is conscience. Conscience follows rules or laws. There is no disagreement if the conscience gives good thought. But conscience and past reforms and conspiracies simultaneously act on the mind, creating different thoughts. The conspirators usually push people towards bad things. But past reform and conscience work in response. The things you are doing or thinking about at the moment will add to your treasure as past reforms. So the present is very important. At present good thinking, good reforms will gradually improve the past, so people will be more inclined towards good deeds than bad. Thinking acts like a kind of wave. In nature both good and bad are thought waves. However, in the present w...