Posts

Showing posts from June, 2023

স্বামী VS স্ত্রী

Image
🤷‍♂️স্বামী VS স্ত্রী🤷‍♀️ স্বামী : 💁‍♂️ শুনছো নাকি গেলে কোথায় ? অফিস থেকে এলাম , দশটা মিনিট হয়ে গেল না চা , না জল পেলাম, কি যে কর সারাটা দিন টিভি সুধুই দেখো , বরটা এসে বসে আছে একটু খেয়াল রাখো । স্ত্রী : 💁‍♀️ ঘুমোচ্ছিলাম বুঝলে সোনা তেল টা দিয়ে নাকে, ঘুম ভেঙে এই উঠে এলাম মিষ্টি তোমার ডাকে, বলতে পারো সারা টা দিন এমনি বসে থাকি, রাজ্যের কাজ ফেলে রেখে টিভি সুধুই দেখি। সকাল বেলা বেরিয়ে যাও , রাতে ফেরো ঘরে, খোঁজ কি রাখো সারাদিনের কাজ এতো কে করে ? ভোর থেকে সেই উঠে কখন শুরু যে হয় পালা , ঘরে দুটো হনুমান তাদের হাজার জ্বালা ,, রান্না বান্না , দোকান বাজার , সবার আসা যাওয়া , পড়াশুনা হাজার ঝক্কি মাথায় ওঠে খাওয়া, এটা চাই , ওটা কোথায় ? সকলের ফরমাশ , মানুষ বলে ভাবো আমায় ? খাটাও বারোমাস। স্বামী : 💁‍♂️ কাজ তো তুমি একাই কর আমি ঘুরে আসি, সকাল বেলা বেরিয়ে পড়ি পার্কে গিয়ে বসি, আড্ডা মারি , Movie দেখি , Lunch এ খাই বিরিয়ানী, মাসের শেষে গাছ নাড়িয়ে টাকা ঘরে আনি, ট্রেনে, বাসে বাদুর ঝোলা তাতেই নাজেহাল, ঘেমে নেয়ে ঘরে ফিরে খাও বৌ এর গাল । স্ত্রী : 💁‍♀️ ...

ছবিটা থাক। ছবিটা গুরুত্বপূর্ণ!

Image
আজ থেকে ৩৫ বছর আগে ৮ই জুন মানে গতকালকের তারিখে বাংলাদেশে  রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলাম জাতীয় সংসদে পাস হয়। ১৯৮৮ সালের ৭ই জুন বাংলাদেশের সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী পাশ হয়। সেখানেই রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম স্বীকৃতি পায়। কেন দিলাম এটা? অনেকেই জানেন এটা। কিন্তু আবার অনেকেই জানেন না‚ স্পেশালি অরাজনৈতিক লোকজন যারা। সেটা হল যে বাংলাদেশ এর রাষ্ট্রধর্ম ইসলাম। অর্থাৎ বাংলাদেশে হিন্দুরা সাংবিধানিকভাবেই দ্বিতীয় শ্রেনীর নাগরিক। এবং তারপর তথাকথিত ধর্মনিরপেক্ষ দল ওই রাষ্ট্রে ক্ষমতায় এসেছে। কিন্তু রাষ্ট্রধর্ম পালটায়নি। কারণ ওদের কাছে ধর্ম আগে। রাজনীতি পরে।  যারা যারা বাংলাদেশ শুনেই আহ্লাদে আটখানা হয়ে অর্গ্যাজম পেতে শুরু করে‚ তা সে দ্যাশের বাড়ির জন্যই হোক‚ বাংলা (!!) ভাষার জন্যই হোক বা অন্য যেকারণেই হোক‚ তাদের ছোট্ট করে মনে করিয়ে দেওয়া হোক যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও তার সহকর্মীদের বহু সংগ্রামের ফলে তৈরী এই সীমান্তটি পেরোলেই কিন্তু আপনি সাংবিধানিকভাবেই দ্বিতীয় শ্রেনীর নাগরিক! দ্বিতীয় শ্রেনীর নাগরিক বোঝেন?  বোঝেন না? বুঝিয়ে দিচ্ছি।  ব্রিটিশরা যেমন লিখে রাখত Dogs and Ind...