স্বামী VS স্ত্রী
🤷♂️স্বামী VS স্ত্রী🤷♀️ স্বামী : 💁♂️ শুনছো নাকি গেলে কোথায় ? অফিস থেকে এলাম , দশটা মিনিট হয়ে গেল না চা , না জল পেলাম, কি যে কর সারাটা দিন টিভি সুধুই দেখো , বরটা এসে বসে আছে একটু খেয়াল রাখো । স্ত্রী : 💁♀️ ঘুমোচ্ছিলাম বুঝলে সোনা তেল টা দিয়ে নাকে, ঘুম ভেঙে এই উঠে এলাম মিষ্টি তোমার ডাকে, বলতে পারো সারা টা দিন এমনি বসে থাকি, রাজ্যের কাজ ফেলে রেখে টিভি সুধুই দেখি। সকাল বেলা বেরিয়ে যাও , রাতে ফেরো ঘরে, খোঁজ কি রাখো সারাদিনের কাজ এতো কে করে ? ভোর থেকে সেই উঠে কখন শুরু যে হয় পালা , ঘরে দুটো হনুমান তাদের হাজার জ্বালা ,, রান্না বান্না , দোকান বাজার , সবার আসা যাওয়া , পড়াশুনা হাজার ঝক্কি মাথায় ওঠে খাওয়া, এটা চাই , ওটা কোথায় ? সকলের ফরমাশ , মানুষ বলে ভাবো আমায় ? খাটাও বারোমাস। স্বামী : 💁♂️ কাজ তো তুমি একাই কর আমি ঘুরে আসি, সকাল বেলা বেরিয়ে পড়ি পার্কে গিয়ে বসি, আড্ডা মারি , Movie দেখি , Lunch এ খাই বিরিয়ানী, মাসের শেষে গাছ নাড়িয়ে টাকা ঘরে আনি, ট্রেনে, বাসে বাদুর ঝোলা তাতেই নাজেহাল, ঘেমে নেয়ে ঘরে ফিরে খাও বৌ এর গাল । স্ত্রী : 💁♀️ ...