গুরুচাঁদ চরিত পর্ব :- 72 তারক–ভাগবত

শ্রীহরিচাঁদের কৃপা যাঁর পরে রয়। অসাধ্য তাঁহার কিছু নাহিক ধরায়।। শ্রেষ্ঠ কবি বলে হ’ল তারকের নাম। দেশে দেশে সবে তাঁরে ডাকে অবিরাম।। বাহ্মণ পন্ডিত কিবা রাজার সভায়। বহু শাস্ত্র-বেত্তা বলি তাঁর পরিচয়।। এবে কহি সর্ব্ব জনে অপূর্ব্ব ঘটনা। করিল অপূর্ব্ব লীলা তারক রসনা।। নড়াইল রাজবাড়ী কবির আসরে। ব্রাহ্মণ পন্ডিত বসে সভা শোভা করে।। বিপক্ষ দলের যিনি ছিল সরকার। কোন গুণে তারকেরে হতে নারে পার।। ব্রাহ্মণ পন্ডিত তাহে হল কুতুহলী। তারকে পরীক্ষা করে ব্রাহ্মণ মন্ডলী।। ভাবগতে আছে লেখা শ্রীদাম পিলাপ। কৃষ্ণ হারা সে শ্রীদাম কহিছে প্রলাপ।। কহিতে “কানাই” তার কন্ঠ বেঁধে গেল। কা, কা, কহিয়া শ্রীদাম কানাই কহিল।। কি হেতু কহিল হেন রাখাল শ্রীদাম? তারকে জিজ্ঞাসা করে যত গুণধাম।। মোরা যাহা ব্যাখ্যা করি আগে শুন তাই। প্রকৃত সিদ্ধান্ত যেন তাতে হয় নাই।। মোরা বলি “তোৎলা” ছিল শ্রীদাম রাখাল। এক সঙ্গে দিতে নারে কোন শব্দে তাল।। এই ব্যাখ্যা করি বটে শান্তি নাহি পাই। প্রকৃত সিদ্ধান্ত কিছু শুনিবারে চাই।। সভাজনে সবে তা...