Wednesday, April 15, 2020

হ্যাঁ আমিই ব্রাহ্মণ Yes I am a Brahmin হ্যাঁ আমিই ক্ষত্রীয় Yes I am a Kshatriyaহ্যাঁ আমিই বৈশ্য Yes I am Vaishyaহ্যাঁ আমিই শূদ্র Yes I am shudra


Yes, I am a Brahmin when I gain knowledge and worship the Creator. With all these four qualities, we are engaged in the service of the animal family - Aryan traditional Hindu ---- the word Aryan means the Son of God. The children of nature, according to the Vedic, not all animals are Aryans, non-Aryan words, Vedic, all of which have been added later to break Hinduism; Hindu words have different meanings, if Hindu words mean Arabic, Persian, Urdu to find in discernment Then it means lucha, laphanga, thief, robber and many more because the Hindu word is given to them but according to the Vedic word, Hindu word means free race of consciousness ---------------------- ---------------------------------- And that is why we are Aryans, the children of nature - facing nature in lockdown. It's about to regain its appearance. Nature is forced to do something in its own right so that nature can sustain its existence from the corruption created by man. Where is Mulla now? Where is Mulla Mosque? Where did the mighty Creator go to lock the door of the Ka'ba? Now who will release him?
The hospice of religion businessmen closed.
The miraculous God is a prisoner.
God doesn't know,
When will be his release?
Author: - rajib mukherjee
---------------------------------------------------------
হ্যাঁ, আমিই ব্রাহ্মণ যখন আমি জ্ঞান অর্জন করি এবং স্রষ্টার আরাধনা করি, হ্যাঁ, আমিই ক্ষত্রীয় যখন আমি ধর্মের নিমিত্তে অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা কারার জন্যে লড়ায় করি, হ্যাঁ, হ্যাঁ আমিই বৈশ্য যখন আমি পেটের প্রয়োজনে অন্য সংস্থানে বেড়ই, হ্যাঁ আমিই শূদ্র যখন আমি নানা ভাবে প্রানি কূলের সেবাই নিজেকে নিযুক্ত রাখি-- এই চার গুণ নিয়েই আমরা আর্য সনাতনী হিন্দু---- আর্য শব্দের অর্থ ঈশ্বরের পুত্র অর্থাৎ প্রকৃতির সন্তান, বৈদিক মতে সমস্ত প্রাণীকুলই আর্য, অনার্য শব্দ বৈদিক নয়, এই সমস্ত গুলি হিন্দুত্ব কে ভাঙার জন্যে পরে সংযোজিত করা হয়েছে, সনাতনী শব্দের অর্থ স্বাধীন স্বত্বার অধিকারী, অর্থাৎ আমরা স্বাধীন ব্যক্তি স্বত্বায় বিশ্বাসী, অন্যের মত অর্থাৎ গুরুবাদে নয় নিজ জ্ঞানে বিশ্বাসী, হিন্দু শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, হিন্দু শব্দের অর্থ যদি আরবি, ফার্সি, উরদ্ধু ডিস্কনারিতে খুঁজতে যান তাহলে তার অর্থ লুচ্চা, লাফাঙ্গা, চোর, ডাকাত আরও বহু কিছু কারন হিন্দু শব্দটি তাদেরই দেওয়া কিন্তু বৈদিক মতে হিন্দু শব্দের অর্থ হীন চেতনা মুক্ত জাতি--------------------------------------------------------  আর এই কারনেই আমরা আর্য অর্থাৎ প্রকৃতির সন্তান-- বর্তমান পরিস্থিতির সম্মুখীন হয়ে লকডাউনে প্রকৃতি তার স্বরূপ ফিরে পেতে চলেছে।। প্রকৃতি তার নিজ প্রয়োজনেই এমন কিছু করতে বাধ্য হয় যাতে মানুষ সৃষ্ট কলুষিত হওয়া থেকে প্রকৃতি নিজ অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে।। এখন কোথায় মুল্লা ? কোথায় মুল্লার মসজিদ ? কাবার দরজায় তালামেরে কোথায় গেলেন সেই মহাশক্তিশালী স্রষ্টা ? এখন কে উনাকে মুক্ত করবে ?
ধর্ম ব্যাবসায়িদের ধর্মশালা বন্ধ।
অলৈকিক ঈশ্বর বন্দি ।
ঈশ্বর জানেনা,
কবে হবে তার মুক্তি।

লেখক :- rajib mukherjee

No comments: