Posts

Showing posts from November, 2023

শ্রীশ্রীহরিলীলামৃত পর্ব :- 2

Image
আদি খণ্ড ------গ্রন্থারম্ভ----- প্রথম তরঙ্গ অথ মঙ্গলাচরণ। হরিচাঁদ চরিত্রসুধা প্রেমের ভাণ্ডার। আদি অন্ত নাহি যার কলিতে প্রচার।। সত্য ত্রেতা দ্বাপরের শেষ হয় কলি। ধন্য কলিযুগ কহে বৈষ্ণব সকলি।। তিন যুগ পরে কলি যুগ এ-কনিষ্ঠ। কনিষ্ঠ হইয়া হৈল সর্ব্বযুগ শ্রেষ্ঠ।। এই কলিকালে শ্রীগৌরাঙ্গ অবতার। বর্ত্তমান ক্ষেত্রে দারুব্রহ্মরূপ আর।। যে যাঁহারে ভক্তি করে সে তার ঈশ্বর। ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার।। হয়গ্রীব অবতার কপিলাবতার। অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার।। মৎস্য কুর্ম্ম বামন বরাহ নরহরি। ভৃগুরাম রঘুরাম রাম অবতরি।। ঈশ্বরের অংশকলা সব অবতার। প্রথম পুরুষ অবতার রঘুবর।। নন্দের নন্দন হ’ল গোলোকের নাথ। সংকর্ষণ রাম অবতার তাঁর সাথ।। সব ঈশ্বরের অংশ পুরাণে নিরখি। বর্ত্তমান দারুব্রহ্ম অবতার কল্কি।। সব অবতার হ’তে রাম দয়াময়। দারুব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময়।। পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন। সেই নন্দসুত হ’ল শচীর নন্দন।। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণব্রহ্ম নয়। পূর্ণ হ’ল যেকালে পড়িল যমুনায়।। শচীগর্ভে জন্ম ল’য়ে না ছিলেন পূর্ণ। দীক্ষাপ্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য।। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে। আটচল্লিশ বর্ষ পরে মি...

শ্রীশ্রীহরিলীলামৃত পর্ব :- 1

Image
আদি_খণ্ড ------গ্রন্থারম্ভ----- প্রথম তরঙ্গ  #বন্দনা জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণদাস। জয় শ্রীবৈষ্ণব দাস জয় গৌরীদাস।। জয় শ্রীস্বরূপ দাস পঞ্চ সহোদর। পতিত পাবন হেতু হরি অবতার।। জয় জয় গুরুচাঁদ জয় হীরামন। জয় শ্রীগোলোকচন্দ্র জয় শ্রীলোচন।। জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়। জয় জয় মহানন্দ প্রেমানন্দময়।। জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ। নিজ দাস করি মোরে কর আত্মসাৎ।।