Posts

Showing posts from October, 2020

এই আঘাতও যেন চরম আত্মতৃপ্তির পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি

Image
শরীরের আঘাত দেখুন আর মুখে অভিব্যক্তি দেখুন। এই আঘাতও যেন চরম আত্মতৃপ্তির পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। আপনি আমি যখন শহরের ঠান্ডাঘরে তাত্ত্বিকভাবে পদের জন্য, নির্বাচনের টিকিটের জন্য শকুনির মতো চাল চেলে যাচ্ছি।ঠিক তখনই এইসব অখ্যাত যোদ্ধারা শাসক আর শাসকের পোষ্য পুলিশের চোখে চোখ রেখে লড়াই করে চলেছে।  না এদের না আছে পদলোভ,না আছে বিখ্যাত হবার বাসনা, আছে কেবল অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে চোখে চোখ রেখে, মেরুদণ্ড সোজা রেখে লড়াইয়ের মানসিকতা।  না এদের নাম কেউ মনে রাখবেনা তবু অন্যায়ের প্রতিবাদে এদের উত্থান যুগে যুগে হবে।এরাই হিন্দুশক্তি এরাই ভবিষ্যৎ আমাদের সমাজের। এদের মতো হাজার হাজার অখ্যাত, অজ্ঞাত হিন্দুযোদ্ধাদের প্রণাম করি আর শ্রদ্ধা জানাই হৃদয়ের অন্তস্তল থেকে।♥♥♥