Posts

Showing posts from July, 2020

গুরুচাঁদ চরিত পর্ব :- 16 শ্রী শ্রী হরিচাঁদের তিরোভাবে ভক্ত মনোভাব প্রসঙ্গ

Image
  নর দেহ ছাড়ি হরিগুরুচাঁদে যায়। দেশ বাসী নর নারী করে হায় হায়।। কেহ বলে ছেড়ে গেল সোনার মানুষ। বাঁচিয়া থাকিতে কেহ করি নাই হুষ।। কেহ বলে ‘অকস্মাৎ হল ইন্দ্র পাত। বিনা মেঘে শিরে হল দৃঢ় বজ্রাঘাত।। কেহ বলে ‘নমঃশূদ্র জাতি ডুবে গেল। আপদে বিপদে রক্ষা কে করিবে বল।। আর জনে কহে “ভাই বড় দুঃখ মনে। হরি বিনা রোগে শোকে বাঁচিব কেমনে।। মহাব্যাধি লয়ে এল শ্রী হরির ঠাঁই। শ্রী মুখের আজ্ঞা মাত্র ছাড়িত বালাই।। “ কেহ বলে “ ভাই সবে শোন দিয়া মন। মহাপাপী সবে মোরা অতি অভাজন।। তাই যদি নাহি হবে তবে বল দেখি। এমন সোনার হরি কেন দিল ফাঁকি।। নারী গণে জনে জনে করে আলাপন। “ওলো দিদি কেন মোর হল না মরণ।। কত দিন দেখিয়াছি শ্রী হরি চাঁদেরে। রূপের ঝলকে হায় মন প্রাণ কাঁদেরে।। দূর হতে মনহরা রূপ দেখিয়াছি। মন খুলে মনো কথা কিছু না বলেছি।। আজি কালি করি দিদি বলা হল নারে। হরি চলে গেছে কথা আর বলি কারে।। কোন লোকে বলে “ভাই,মোরা সবে অন্ধ। এত দিন মনে কত করিয়াছি সন্দ।। অকথা কু কথা কত বলিয়াছি তাঁরে। হরি বিনে আজ দেখ যেন শূন্য ঘরে।। থ...

গুরুচাঁদ চরিত পর্ব :- 15 শ্রী শ্রী হরিচাঁদের তিরোভাব ও শ্রী শ্রী গুরুচাঁদের শক্তি স্থিতি

Image
জগতের হিত তরে        প্রভু নর দেহ ধরে। যুগে যুগে আসি করে জীবের কল্যাণ। আদর্শ যে ধরে তার       করুণার পারাবার তাঁহাকে করি আঁধার হয় অধিষ্ঠান।। লোক মুখে শুনি কথা  আছে তাতে যৌক্তিকতা শক্তি নাকি যথা তথা, নারে রহিবারে। সিংহ দুগ্ধ মেটে ভাণ্ডে   রাখে যদি কোন ভণ্ডে পাত্র ভাঙ্গি সেই দণ্ডে দুগ্ধ যায় পড়ে।। স্বর্ণ পাত্র হলে পরে        সিংহ দুগ্ধ তাহা ভরে কষ্ট নাহি রাখিবারে শুনি এই কথা। কোন সত্য কথাচ্ছলে     এই বাণী যায় বলে গূঢ় অর্থ তার তলে আছে বটে গাঁথা।। পাত্র গুণে শক্তি রয়        অপাত্রেতে নষ্ট হয় তাই সাধু শাস্ত্রে কয় নিগূঢ় কাহিনী। সিংহ দুগ্ধ যাহে রয়       স্বর্ণ পাত্র সে নিশ্চয় মেটে পাত্রে নাহি রয় মোরা তাই শুনি। ক্ষীরোদ বিহারী হরি      হ’ল পূর্ণ লীলাকারী এল সফলানগরী এই বঙ্গ দেশে। জান...